”পবিত্র কুরআনের আলোকে বিশ্বনবী (সাঃ) এর জীবন চরিত” নবী করীম হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর লিখিত একটি জীবনী গ্রন্থ। গ্রন্থটির বিশেষত্ব হলো এটি লিখিত হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন ও নবুওতি মিশনের সাথে সংশ্লিষ্ট পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে। এর উদ্দেশ্য হলো মহান আল্লাহর সুস্পষ্ট নির্দেশ মোতাবেক তাঁর প্রিয় নবী (সাঃ)-কে অনুসরণ করা। বিশ্বনবী (সাঃ) এর পবিত্র জীবন ছিল কুরআনেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতীকী অর্থে হযরত মুহাম্মদ (সাঃ)-কে বলা হতো ‘জীবন্ত কুরআন’ – কারণ তাঁর উপর নাযিলকৃত মহান আল্লাহ্ রব্বুল আলামীনের সর্বশেষ আসমানী কিতাব কুরআনের প্রতিটি আদেশ-নিষেধ ও নীতিমালার বাস্তবাবায়ন ঘটেছিল তাঁর পবিত্র জীবনে। পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে তিনি যে এক আদর্শ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা দুনিয়া ও আখিরাতের কল্যাণে ক্বিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং পথভ্রষ্ট মানুষকে সুপথের সন্ধান দিয়ে যাবে। তাই নবীজী (সাঃ) এর জীবনালোচনার গুরুত্ব উপলব্ধী করেই রচিত হয়েছে এ গ্রন্থটি।
এ গ্রন্থের সংকলক জনাব শিহাব উদ্দিন আহমদের জন্ম সুনামগঞ্জ শহরস্থ হাছন নগরে এক ধর্মানুরাগী পরিবারে। তিনি সুনামগঞ্জ গভর্নমেন্ট জুবিলী হাই স্কুল থেকে ১৯৬৩ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ বেতার ও বিসিএস ক্যাডার হিসেবে পরিকল্পনা কমিশনে বিভিন্ন পদে চাকুরি করেন। এরপর এএসডি নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি সস্ত্রীক পবিত্র হজ্জ্ব পালন করেন। ২০১২ সালে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরকালীন জীবনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারলিং হাইটস্ শহরে বসবাসরত আছেন। তাঁর এ অবসরকালীন জীবনে তিনি পবিত্র কুরআন ও ধর্মীয় গ্রন্থসমূহ নিয়ে প্রচুর পড়াশোনা করেন। একই সাথ তিনি অনলাইন ব্লগে বিবিধ বিষয়ে লেখালেখি করেন। “পবিত্র কুরআনের বিষয়-ভিত্তিক আয়াতসমগ্র” নামীয় একটি সংকলন গ্রন্থের বাংলা ও ইংরেজী ভার্সন এবং “পবিত্র কুরআনের আলোকে বিশ্বনবী (সাঃ) এর জীবন চরিত” গ্রন্থটি তাঁর সুদীর্ঘ ধর্মীয় জ্ঞান সাধনার এক পরিশ্রমলব্ধ অনবদ্য অবদান হিসেবে গণ্য হবে।